নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল প্রচণ্ড ৭ জানুয়ারির নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো বার্তায় তিনি বলেন, ‘আগামী বছরগুলোতে নেপাল ও বাংলাদেশের মধ্যে বহুমাত্রিক সম্পর্ক ও সহযোগিতাকে আরও এগিয়ে নিতে ও জোরদার করতে আমি আপনাদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাওয়ার অপেক্ষায় রয়েছি।’
নেপালের প্রধানমন্ত্রী সুবিধাজনক সময়ে নেপাল সফরের জন্য শেখ হাসিনাকে আন্তরিক আমন্ত্রণ জানান।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্রাজিলের অভিনন্দন
তিনি বলেন, বাংলাদেশ ও নেপালের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে।
নেপালের প্রধানমন্ত্রী বলেন, ‘ঘনিষ্ঠ বন্ধু ও প্রতিবেশি হিসেবে আমাদের দুই দেশের সম্পর্ক পারস্পরিক সমর্থন, সমঝোতা ও সহযোগিতার পাশাপাশি জনগণ থেকে জনগণে শক্তিশালী যোগাযোগের মাধ্যমে চিহ্নিত।’
তিনি বলেন, তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে সহযোগিতা করে আসছে।
পুষ্প কমল দাহাল প্রচণ্ড বলেন, ‘জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, শিক্ষা ও সংস্কৃতি ক্ষেত্রে দুই দেশের মধ্যে বিভিন্ন পর্যায়ে সম্পৃক্ততা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।’
তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত স্বাস্থ্য ও কল্যাণের পাশাপাশি বাংলাদেশের বন্ধুপ্রতীম জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন কমনওয়েলথ মহাসচিব