আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, পুলিশ বাহিনীর সুপারিশ এবং বক্তব্যকে প্রাধান্য দিয়েই আনসার ব্যাটালিয়ন বিল, ২০২৩ পাস হবে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আনসারদের গ্রেপ্তার করার ক্ষমতা দেওয়া হবে কি না- জানতে চাইলে তিনি জবাব দেন, ‘এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে বলেছে যে এ ধরনের কোনো ক্ষমতা আনসারকে দেওয়া হচ্ছে না।’
তিনি বলেন, ‘এই আইন নিয়ে যেসব বিষয়ে প্রশ্ন উঠেছে, সেসব ব্যাপার যাচাই-বাছাই করা হচ্ছে। পুলিশ বাহিনীর সুপারিশ ও ইনপুটের ওপর প্রাথমিকভাবে জোর দিয়ে আইনটি প্রণয়ন করা হবে।’
সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সংসদে আনসার ব্যাটালিয়ন বিল- ২০২৩ উত্থাপন করেছিলেন।
বিলটি অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।
আইনমন্ত্রী বলেন, আইনের ধারা সংক্রান্ত যাবতীয় উদ্বেগ স্থায়ী কমিটিতে নিরসন করা হবে।