সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে ইলিশের প্রজনন মৌসুমে ইলিশ ধরার অপরাধে রাজবাড়ীতে গত দুই সপ্তাহে প্রায় সাড়ে তিন কোটি টাকার জাল ধ্বংস করেছে প্রশাসন।
এ ছাড়া, ১৩০ জন জেলেকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় জেলায় ৭টি স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আরো প্রায় ১১৫ কেজির মতো ইলিশ মাছ জব্দ এবং ২ লাখ ৭২ হাজার ঘন মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় দশ লক্ষাধিক টাকা। এ সময় দুটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এর মধ্যে গোয়ালন্দ উপজেলায় আটক ৮ জনকে ভ্রাম্যমান আদালত ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
শনিবার এসব তথ্য নিশ্চিত করেন রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক ।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক জানান, গত ৪ অক্টোবর দিবাগত মধ্যরাত থেকে রাজবাড়ী জেলার প্রায় ৬৫ কিলোমিটার পদ্মা নদীতে মা ইলিশ রক্ষায় সকল ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা রয়েছে।
আগামী ২৫ অক্টোবর দিবাগত মধ্যরাত পর্যন্ত থাকবে এ নিষেধাজ্ঞা। গত ৪ অক্টোবর দিবাগত মধ্যরাত থেকে ১৮ অক্টোবর সকাল পর্যন্ত জেলায় মোট ১২০টি অভিযানের মধ্যে ৩৯টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় ১৩০ জন জেলেকে আটক করা হয়। এদের মধ্যে ২২ জনের নামে নিয়মিত মামলা দায়ের করা হয়।
এ ছাড়া জেলেদের কাছ থেকে ৭৩ হাজার ২০০ টাকা জরিমানা এবং নিলাম থেকে আরও প্রায় ৯৭ হাজার টাকা আয় হয়েছে।