ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর সম্মানে বুধবার বাংলাদেশে পালিত হচ্ছে একদিনের রাষ্ট্রীয় শোক।
এ উপলক্ষে বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
এর আগে, ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালনের লক্ষ্যে মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
সোমবার শেষ নি:শ্বাস ত্যাগ করেন ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি প্রণব মুখার্জী। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৪ বছর।
তার মৃত্যুতে সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ভারত সরকার।