বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি সেক্টরে নারীদের জন্য আরও সুযোগ সৃষ্টি করতে আগ্রহী।
শুক্রবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘এটি তার এজেন্ডা। এটি নারীর অধিকার।’
হামিদ বলেন, নারী-পুরুষের তুলনার প্রশ্নই আসে না।
তিনি বলেন, ‘যারা দক্ষতা নিয়ে আসবে তারাই সুযোগ পাবে। আমরা নারী ও পুরুষের জন্য সমান সুযোগ নিশ্চিত করব।’
গত বছরের অক্টোবরে শক্তিকন্যা নামে একটি উদ্যোগের সমর্থনে ভিডিও বার্তা প্রচার করেছিলেন প্রতিমন্ত্রী।
বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি ড. বার্ন্ড স্প্যানিয়ার বলেন, ইইউ গ্লোবাল গেটওয়ে কৌশলের অধীনে এবং ইউরোপের একটি দলে মাধ্যমে এনার্জি সেক্টরে লিঙ্গ সমতাকে সমর্থন করা হবে।
ইঞ্জিনিয়ারিং এবং এসটিইএম-এর ক্ষেত্রে তরুণ নারীদের ক্ষমতায়নের অগ্রযাত্রায়, এবারের নারীদিবসে শক্তিকন্যা তাদের দ্বিতীয় দলের শিক্ষা সমাপনী উদযাপন করেছে। এর মাধ্যমে বাংলাদেশের সবুজ শক্তির উত্তরণে নারী নেতৃত্বের একটি নতুন যুগের সূচনা হয়েছে।
এই আয়োজনে ৭৫ জন স্নাতকের কৃতিত্ব উদযাপনের পাশাপাশি এই তরুণীদের জ্বালানি ও বিদ্যুৎ খাতে পেশাগত যাত্রা চালিয়ে যেতে অনুপ্রাণিত করা হয়।
বাংলাদেশে জ্বালানি ও বিদ্যুৎ খাতে তরুণ নারীদের সম্পৃক্ততা বাড়াতে ডেবটেল পার্টনার্সের নেতৃত্বে যুব মহিলা প্রকৌশলী এবং এসটিএএম স্নাতকদের সবুজ শক্তিতে কাজের সুযোগ নিয়ে কাজ করছে শক্তিকন্যা।
জ্বালানি খাতে লিঙ্গ সমতার দিকে যাত্রার উপলক্ষ হিসেবে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল, জিআইজেড, বিশ্বব্যাংক ও ইউএসএআইডি-এর সহযোগিতায় ডেবটেল পার্টনার্স এই অনুষ্ঠানের আয়োজন করে।
ঢাকার শেরাটন হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. হাবিবুর রহমান এবং স্রেডার চেয়ারম্যান মুনিরা সুলতানা।