প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে ঢাকার উদ্দেশে খুলনা ছেড়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৮০ জন শিক্ষার্থীর একটি প্রতিনিধি দল।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় তার সঙ্গে দেখা করার কথা থাকায় শিক্ষার্থীদের বহনকারী দুটি বাস সকাল ৮টায় ক্যাম্পাস ত্যাগ করে।
ক্যাম্পাস ছাড়ার আগে মাথায় ও চোখে লাল কাপড় পরা শিক্ষার্থীরা জানান, উপাচার্য অধ্যাপক ড. মাসুদ চৌধুরী ও উপউপাচার্য অধ্যাপক ড. শরিফুল ইসলামের পদত্যাগসহ ছয় দফা দাবি তুলে ধরতে তারা ঢাকায় যাচ্ছেন।
তারা অভিযোগ করেন, ক্যাম্পাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং বৈঠক শেষে নিরাপদ স্থানে যাবেন।
শিক্ষার্থীরা জানান, নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা ক্যাম্পাসে ফিরবেন না। তবে তাদের কার্যক্রম অনলাইনে চলবে।
ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
হামলায় অন্তত ৫০ জন শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় ছাত্রশিবির ও ছাত্রদল পরস্পরকে দায়ী করেছে।
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে কুয়েট কর্তৃপক্ষ পূর্বের ন্যায় ক্যাম্পাসে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম স্থগিত ঘোষণা করে।
কিন্তু ৬ দফা দাবি আদায়ে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে।