প্রধান বিচারপতি ও আপিল বিভাগের সব বিচারপতিকে দুপুর ১টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
শনিবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে হাইকোর্ট প্রাঙ্গণে এ আল্টিমেটাম দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।
হাসনাত আবদুল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দুপুর ১টার মধ্যে আপিল বিভাগের বিচারপতি ও প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ না করলে তাদেরও শেখ হাসিনার মতো পরিণতি বরণ করতে হবে।
তিনি আরও বলেন, 'আমরা তাদের বাসভবন ঘেরাও করে পদত্যাগে বাধ্য করব। পক্ষপাতদুষ্ট বিচারকদের অপসারণের মাধ্যমে ফ্যাসিবাদের মূলোৎপাটন করা হবে।’
এর আগে সকালেই প্রধান বিচারপতি ও আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জড়ো হন শিক্ষার্থী, আইনজীবীসহ কয়েকশ’ আন্দোলনকারী।
তারা প্রধান বিচারপতি ও আপিল বিভাগের সব বিচারপতির পদত্যাগের দাবিতে স্লোগান দেন।
বিক্ষোভের পরিপ্রেক্ষিতে শনিবার সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়।