পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন লন্ডনে বলেছেন, প্রবাসী (অনাবাসী) বাংলাদেশিদের সমস্যা সমাধানে এবং দেশে তাদের অবদানকে উৎসাহিত করতে সরকার ৩০ ডিসেম্বরকে 'এনআরবি দিবস' ঘোষণা করেছে।
তিনি বলেন, ‘সারা বিশ্বে এক কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশির সম্পৃক্ততা বৃদ্ধি করাই দিবসটির মূল উদ্দেশ্য।’
প্রবাসীরা আমাদের দেশের বৈদেশিক মুদ্রায় সবচেয়ে বড় অবদানকারী উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ লক্ষ্যে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনসহ মিশনগুলোকে আসন্ন 'এনআরবি দিবস' জাঁকজমকপূর্ণভাবে উদযাপনের নির্দেশ দেওয়া হয়েছে।’
আরও পড়ুন: মার্কিন সিনেটর ডায়ান ফাইনস্টাইনের মৃত্যুতে মোমেনের শোক
তিনি আরও বলেন, ‘নানা ক্ষেত্রে অত্যন্ত দক্ষ বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত আমাদের প্রবাসী পেশাদারদের সঙ্গে বর্ধিত যোগাযোগের মাধ্যমে দেশ উপকৃত হতে পারে।’
মঙ্গলবার বিকালে লন্ডনের তাজ হোটেলে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী পররাষ্ট্রমন্ত্রী মোমেন 'এনআরবি দিবস' নিয়ে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিবিসিসিআই) আন্তরিক প্রচেষ্টার কথা স্মরণ করেন এবং বলেন, ‘২০১৭ সালে সিলেটে ঐতিহাসিক এনআরবি ওয়ার্ল্ড কনভেনশনের সমাপনী অনুষ্ঠানে আমি নিজেই ব্যক্তিগতভাবে দিবসটি উদযাপনের তারিখ ঘোষণা করেছিলাম।’
মন্ত্রী ৩০ ডিসেম্বর এনআরবি দিবস উপলক্ষে সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে তিন দিনব্যাপী উৎসব আয়োজনের পরামর্শ দেন এবং মেয়র তাতে সম্মত হন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম, সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, বিবিসিসিআই সভাপতি সাইদুর রহমান রেনু, সাবেক সভাপতি শাহগীর বখত ফারুক প্রমুখ।
আরও পড়ুন: দেশের অগ্রগতি অব্যাহত রাখতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান মোমেনের