প্রবীণ সাংবাদিক আব্দুল ওয়াহেদ খান মারা গেছেন।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে সিলেট শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সাহসী সম্পাদক হিসেবে পরিচিত আব্দুল ওয়াহেদ খান অধুনা লুপ্ত দৈনিক জালালাবাদী ও সাপ্তাহিক সিলেট সমাচারের সম্পাদক ছিলেন।
আশির দশকের শুরুতে তার হাত ধরেই সাপ্তাহিক সিলেট সমাচার হাউস থেকেই দৈনিক জালালাবাদী পত্রিকার যাত্রা শুরু হয়। আব্দুল ওয়াহেদ খানের সম্পাদনায় পত্রিকাটি দ্রুত প্রচার, প্রসার পায়।
সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ( কেমুসাস) সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। তার হাত ধরেই প্রতিষ্ঠিত হয় জালালাবাদ একাডেমী, সিলেট।
আব্দুল ওয়াহেদ খান ১৯৭২ সাল থেকে ১৯৭৮ সাল পর্যন্ত বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিলেট ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ১৯৬২ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত তিনি দৈনিক ইত্তেফাকে ঢাকায় কর্মরত ছিলেন।
আরও পড়ুন: কবি আবু বকর সিদ্দিক আর নেই