দলীয় রাজনীতি থেকে দূরে থাকলেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি ভালবাসার প্রকাশ ঘটিয়েছেন এক কৃষক। পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কৃষক সোহাগ মৃধা তার ছয় বছর ধরে লালন-পালন করা একটি ষাঁড় উপহার দিতে ঢাকার পথে রওনা হয়েছেন।
‘কালো মানিক’ নামের এই ফ্রিজিয়ান জাতের ষাঁড়টির ওজন প্রায় ১ হাজার ৪০০ কেজি এবং উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। তার চকচকে কালো গায়ের রঙের কারণে স্থানীয়দের কাছে পরিচিত ‘কালো মানিক’ নামে।
সোহাগ জানান, ২০১৮ সালে কেনা একটি গাভির বাছুর থেকেই কালো মানিকের জন্ম। সন্তানসম এই পশুটিকে দীর্ঘদিন ধরে লালন করে তিনি এবার ঢাকায় নেত্রীকে উপহার দিতে যাচ্ছেন।
‘এটা কোনো ভাইরাল স্টান্ট না,’ বলেন সোহাগ। ‘আমি নেত্রীর কাছে যাবো, এটাই আমার হৃদয়ের কথা।’
সফরের আয়োজনে ছিল তিনটি ট্রাক, ৫০ জন সহযাত্রী, ব্যান্ড পার্টি, ব্যানার, গেঞ্জি ও প্রচার মাইক। যাত্রার সময় গ্রামে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয়রা ভিড় করেন ষাঁড়টিকে একনজর দেখার জন্য।
ঢাকার সফরসঙ্গী রফিকুল ইসলাম বলেন, ‘প্রথমে আমরা বিশ্বাস করিনি। কিন্তু এখন দেখি পুরো আয়োজন নিয়েই রওনা দিয়েছি। আমরা আনন্দের সঙ্গে ঢাকায় যাচ্ছি।’
সোহাগের আশা, গুলশানে পৌঁছালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার এই ব্যতিক্রমী উপহার গ্রহণ করবেন।