পাটকলের এক শ্রমিককে ধর্ষণের পর হত্যার দায়ে ফরিদপুরের একটি আদালত ৫ জনকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন।
সোমবার ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হাফিজুর রহমান এ দণ্ডাদেশ দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মধুখালী উপজেলার চুন্নু শিকদার, নাজমুল হোসেন, ইসলাম মীর, আতিয়ার মোল্লা ও নাসির খান নয়ন।
তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানাও করেন আদালত।
আরও পড়ুন: ধানমন্ডিতে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
প্রসিকিউশনে বলা হয়েছে, ২০১৯ সালের ১৫ অক্টোবর মধুখালী উপজেলার রাজধরপুর প্রাইড জুট মিলের কর্মী কাজল রেখা কাজলী (৩২) ওভারটাইম ডিউটি শেষ করে রাত সাড়ে ১১টার দিকে তার বাড়ি ফিরছিলেন।এ সময় চুন্নু নামে একজন হিউম্যান হলার চালক তাকে জোর করে রাজধরপুরের একটি কলা বাগানে নিয়ে যান।
অন্য চার আসামি তাদের দেখেছে এবং তারাও ওই নারীকে ধর্ষণ করেছেন।
আরও পড়ুন: রাজধানীর কল্যাণপুরে তরুণীকে ধর্ষণের অভিযোগ
পরে তারা ওই নারীকে স্কার্ফ দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরদিন পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
এ ঘটনায় কাজলের মা কল্যাণী বিশ্বাস বাদী হয়ে মধুখালী থানায় একটি মামলা করেন। এরপর ২০১৯ সালের ৩১ ডিসেম্বর ৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।
আরও পড়ুন: নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার