ফরিদপুরে একটি বাসার খাটের নিচ থেকে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।রবিবার বেলা ১১টার দিকে শহরের পশ্চিম খাবাসপুর মিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মৃতের মা ও ছোট বোনকে আটক করা হয়েছে।
মৃত ঝুমা আক্তার (৩৫) অবসরপ্রাপ্ত পুলিশ কন্সেটেবল মৃত আব্দুল আহাদ তালুকদারের বড় মেয়ে। চার বোন ও এক ভায়ের মধ্যে তিনি বড়।
আটক মনোয়ারা বেগম (৫৫) মৃত ঝুমার মা এবং সুমা আক্তার (২৭) তার ছোট বোন।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বিষয়টি নিশ্চিত করে জানান, ঘরের ভিতর থেকে লাশের দুর্গন্ধ বের হলে এলাকাবাসী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯- এ ফোন করে খবর দেয়। পরে বেলা ১১টার দিকে ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ এসে লাশটি উদ্ধার করে। অবসরপ্রাপ্ত পুলিশ কন্সেটেবল মৃত আব্দুল আহাদ তালুকদারের চার চালা টিনের ঘরের একটি খাটের নিচ থেকে অর্ধগলিত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: সিলেটে অর্ধগলিত লাশ উদ্ধার
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, লাশটি আনুমানিক সাত দিনের পুরনো, গন্ধ বের হওয়ার পরও ঝুমার মা ও বোন ওই বাড়িতে বসবাস করতেন, রান্না করতেন ও খাবার খেতেন।
তিনি বলেন, পুলিশ যখন বাড়ির ওই কক্ষে ঢোকার চেষ্টা করে, তখন ঝুমার মা তাদের বাঁধা দেয়ার চেষ্টা করেন।
সুমন রঞ্জন এলাকাবাসীর উদ্ধৃতি দিয়ে বলেন, মৃতের মা ও এক বোন অসামাজিক কাজে যুক্ত ছিলেন। এ ঘটনার প্রতিবাদ জানাতেন ঝুমা।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মৃত ঝুমার মা মনোয়ারা বেগম ও ছোট বোন সুমা আক্তারকে আটক করা হয়। মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।
তিনি বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
তিনি আরও বলেন, এ ব্যাপারে মৃতের ভাই বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন।