শোকবার্তায় তিনি বলেন, ফাদার টিমের মৃত্যুতে আমি অত্যন্ত ব্যথিত হয়েছি। বাংলাদেশের জন্য তিনি ছিলেন এক স্মরণীয় অধ্যায় এবং এদেশের জন্য তার অবদান ছিল খুবই দৃশ্যমান। দেশের যে-কোনো দুর্যোগে তিনি তাৎক্ষণিকভাবে, সাহসের সঙ্গে এগিয়ে এসেছেন। মানবিক সহায়তার ক্ষেত্রে তিনি ছিলেন সুউচ্চ স্তম্ভের মতো। তিনি তার সমগ্র জীবন এদেশে কাটিয়েছেন এবং রিদ্র, অসহায় মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন।
ইউনূস বলেন, ফাদার টিম, বাংলাদেশের মানুষের হৃদয়ে আপনি চিরকাল বেঁচে থাকবেন। আপনি তাদেরকে ভালোবেসেছেন। তারাও আপনাকে ভালোবেসে যাবে। তারা আপনাকে সবসময় স্মরণ করবে।
বিদায় ফাদার টিম! আপনার মৃত্যুতে বাংলাদেশ একজন অকৃত্রিম বন্ধুকে হারাল। এই দেশ যত দুর্যোগ মোকাবিলা করেছে তার প্রতিটি ক্ষেত্রেই আপনার স্নেহময় হাতের স্পর্শ লেগে আছে। মহান আল্লাহ্ আপনার আত্মাকে চিরশান্তি দিন, বলেন তিনি।
প্রসঙ্গত, শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রে মারা যান ফাদার টিম।