প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনের বিরুদ্ধে চলমান যুদ্ধ বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, এসব সংঘাত ও অস্ত্র প্রতিযোগিতার কারণে সাধারণ মানুষ ভুগছে।
তিনি বলেন, 'আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে এগুলো বন্ধ করার অনুরোধ জানাচ্ছি। যদি যুদ্ধ ও অস্ত্র নিয়ে খেলা বন্ধ করা না যায়, তাহলে সাধারণ মানুষ শেষ পর্যন্ত ভোগান্তিতে পড়বে।’
আরও পড়ুন: নির্বাচনকে সামনে রেখে ষড়যন্ত্র নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ লেদার ফুটওয়্যার অ্যান্ড লেদার গুডস ইন্টারন্যাশনাল সোর্সিং শো-এর (বিএলএলআইএসএস-২০২৩) চতুর্থ আসরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন সমস্যা রয়েছে। একটি যুদ্ধ শেষ হওয়ার আগেই ফিলিস্তিনিদের ওপর দমন-পীড়ন শুরু করেছে ইসরাইল। ইসরায়েল ইতোমধ্যে ফিলিস্তিনের একটি বিশাল এলাকা দখল করে নিয়েছে। এখন সেখানে অবরোধ আরোপ করা হয়েছে।
তিনি বলেন, 'আমরা শান্তি চাই।’ প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূলমন্ত্র হচ্ছে 'সবার সঙ্গে বন্ধুত্ব কারো সঙ্গে বৈরিতা নয়’।
আরও পড়ুন: বিএনপি-জামায়াতের হাত থেকে দেশকে বাঁচাতে আওয়ামী লীগকে ভোট দিন: ফরিদপুরের জনসভায় প্রধানমন্ত্রী