ফেনীর পরশুরামে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা হাবিব শাপলার সভাপতিত্বে শনিবার (৯ ডিসেম্বর) সকালে অফিসার্স ক্লাব মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার।
আরও পড়ুন: ভোলায় জেলা পর্যায়ে জয়িতা সম্মাননা পেলেন ৫ নারী
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার)ভূমি) মং চিংনু মারমা।
গর্বিত সন্তানের ‘শ্রেষ্ঠ মা’ ক্যাটাগরিতে প্রাক্তণ শিক্ষিকা ফেরদৌস জাহানকে ‘জয়ীতা সম্মাননা ও পদক-২০২৩’ এবং শিক্ষা ও চাকরি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুফিয়া আক্তারকে ‘বেগম রোকেয়া দিবস-২০২৩ সম্মাননা ও সনদ’ প্রদান করা হয়।
আরও পড়ুন: শেরপুরে জয়িতা সম্মাননা পেলেন ১০ নারী