বগুড়ায় দুর্গাপূজার দশমীর রাতে অতিরিক্ত মদ্যপানের ফলে ৪ জন মারা গেছেন। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ও বিকেলে আব্দুল মানিক (২৫) ও আব্দুল্লাহেল কাফি (৩০) মারা যান।
এর আগে, গত মঙ্গলবার মিজানুর রহমান মন্ডল (৫০) ও বৃহস্পতিবার নাছিদুল ইসলাম (২৭) মারা গেছেন। মৃত ৪ জনই বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। একই ঘটনায় রঞ্জু মিয়া (২৮) এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, গত ২ অক্টোবর দুর্গাপূজার দশমীর সন্ধ্যার দিকে শাজাহানপুর উপজেলার বেজোড়া মধ্যপাড়া সনাতন ধর্মশালা পূজা মন্ডপের পাশে কয়েকজন একসঙ্গে মদ্যপান করেন। পরে অসুস্থ হয়ে পড়ায় তারা প্রথমে বাড়িতে চিকিৎসা নেন। অবস্থার অবনতি হলে ৪ অক্টোবর পরিবারের লোকজন তাদের শজিমেক হাসপাতালে ভর্তি করেন।
ওসি আরও জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ অক্টোবর রাতে মিজানুর রহমান মন্ডল, ৯ অক্টোবর রাতে নাছিদুল ইসলাম এবং ১০ অক্টোবর দুপুরে আব্দুল মানিক ও বিকেলে আব্দুল্লাহেল কাফি মারা যান। নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।