বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে মেহেদী হাসান নামে এক নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে মারধরের পর পুলিশের হাতে তুলে দিয়েছে ছাত্রদল নেতাকর্মীরা।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। সে বগুড়া পৌর ছাত্রলীগের ২ নম্বর ওয়ার্ডের সভাপতি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে মেহেদী তার বড় বোন ও ভাগিনাকে নিয়ে কলেজ ক্যাম্পাসে ঘুরতে আসেন। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাকে ঘিরে ধরেন এবং মারধর শুরু করেন।
খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ মেহেদীকে নিজেদের হেফাজতে নেওয়ার চেষ্টা করলে ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেন। এ সময় তাকে আরেক দফা মারধর করা হয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, ‘ছাত্রলীগ নেতাকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা, তা যাচাই-বাছাই করা হচ্ছে।’