জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের শিগগিরই দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
রবিবার রাজারবাগ স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমরা বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে আনার চেষ্টা করছি।’
তিনি আরও বলেন, ‘আমরা ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে পালন করছি এবং বিশ্বব্যাপী 'গণহত্যা দিবস' হিসেবে স্বীকৃতি দেয়ার চেষ্টা করছি।’
এ সময় সিনিয়র সচিব আমিনুল ইসলাম ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন উপস্থিত ছিলেন।
বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল দিনটি উপলক্ষে রাষ্ট্রীয় সালাম প্রদান করেন।
আরও পড়ুন: বঙ্গবন্ধুর পলাতক খুনিদের রায় কার্যকর হলে ধন্য মনে করব: মন্ত্রী
জাতীয় চার নেতার পলাতক খুনিদের ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে: মন্ত্রী