জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন কলা ভবনের দেয়াল থেকে বঙ্গবন্ধুর একটি পুরনো চিত্রকর্ম মুছে ধর্ষণবিরোধী দেয়ালচিত্র আঁকার অভিযোগে দুই শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৪৭তম ব্যাচের অমর্ত্য রায় ও ঋদ্ধ অনিন্দ্য গঙ্গোপাধ্যায়। তারা বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক।
মঙ্গলবার(২২ ফেব্রুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও সিন্ডিকেট সচিব আবু হাসান জানান, তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় আইনে মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ধর্ষণবিরোধী দেয়ালচিত্রে একটি নারীর অবয়ব সম্বলিত পতাকা এবং দেশটির পতাকার পাশে ছয়টি মাথার খুলি রয়েছে। পাশে লেখা ছিল, 'ধর্ষণ ও স্বৈরশাসন থেকে মুক্তি'।
আরও পড়ুন: জবি ছাত্র ইউনিয়নের নেতৃত্বে মুত্তাকী-জাহিন
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাময়িক বরখাস্ত হওয়া এক নেতা অমৃত বলেন, সম্প্রতি তাদের বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের যে ঘটনা ঘটেছে, তাতে ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে তারা দেয়ালচিত্র এঁকেছেন।
দেয়ালচিত্র প্রসঙ্গে অমর্ত্য রায় বলেন, 'বঙ্গবন্ধুর ছবি আঁকার আগে সাবেক উপাচার্য ফারজানা ইসলামের আমলে দুর্নীতিবিরোধী গ্রাফিতি ছিল। ওই দেওয়াল লিখন ছিল বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদে।’
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের কোনো দেয়াল কারো জন্য বিশেষভাবে বরাদ্দ করা হয়নি এবং সে সময় শেষ দেয়ালচিত্রটি প্রায় নষ্ট হয়ে যাওয়ায় তারা ওই দেয়ালে ধর্ষণবিরোধী গ্রাফিতি এঁকেছেন।
আরও পড়ুন: জাবি ছাত্র ইউনিয়ন সভাপতিকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার
কয়েকজন শিক্ষার্থী ও শিক্ষকের মতে, বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের এক শিক্ষক বঙ্গবন্ধুর দেওয়াল লিখন করে দুর্নীতিবিরোধী দেয়ালচিত্র এঁকেছিলেন এই আশায় যে তার বাবা একুশে পদক পাবেন।
এর আগে ধর্ষণবিরোধী গ্রাফিতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবমাননা করেছে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিত্রকর্ম মুছে ফেলায় তাকে অবমাননা করা হয়েছে- এমন অভিযোগ করে জাবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি এনামুল হক এনাম ৮৩ ঘণ্টা অনশন করেন।
উপাচার্য এসে পরবর্তী সিন্ডিকেট সভায় দেয়ালচিত্র আঁকা শিক্ষার্থীদের তদন্ত করে শাস্তির আশ্বাস দিলে অনশন ভাঙেন এই ছাত্রলীগ নেতা।
আরও পড়ুন: বোয়ালখালীতে ছাত্র ইউনিয়নের মানববন্ধনে ছাত্রলীগের হামলা, আহত ১০