সফররত ঘানা প্রজাতন্ত্রের পররাষ্ট্র ও আঞ্চলিক সংহতি বিষয়ক মন্ত্রী শার্লি আয়োরকর বোচওয়ে মঙ্গলবার ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন।
তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
জাদুঘর পরিদর্শনকালে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে সংঘটিত জঘন্য অপরাধ সম্পর্কে তাকে অবহিত করা হয়।
সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধি দলকে অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আফ্রিকা) এ এফ এম জাহিদ উল ইসলাম।
পররাষ্ট্র মন্ত্রণালয় অনুসারে, ঘানার প্রতিনিধিরা দ্বিপক্ষীয় সফরে ঢাকায় এসেছেন এবং অবস্থানকালে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার জন্য বেশ কয়েকটি বৈঠক করবেন।
আরও পড়ুন: ঢাকায় পৌঁছেছেন ঘানার পররাষ্ট্রমন্ত্রী
মোমেনের সঙ্গে ঘানার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ