বরগুনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) বেলা ১২টার দিকে বরগুনার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়। তবে সরকারের নিয়মিত প্রকাশিত আজকের প্রতিবেদনে মৃত্যুর সংখ্যাটি যুক্ত করা হয়নি।
ডেঙ্গুতে মৃত্যু নারী বরগুনা সদর উপজেলার ৪ নম্বর কেওরাবুনীয়া ইউনিয়নের লতাবাড়িয়া এলাকার মৃত নূর মোহাম্মদ’র স্ত্রী আলেয়া বেগম (৬০)।
হাসপাতাল সূত্রে জানা যায়, আলেয়া জ্বরে আক্রান্ত হলে গত সোমবার তাকে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। পরে পরীক্ষায় ডেঙ্গু পজিটিভ হলে প্রয়োজনীয় চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। এরপর চিকিৎসারত অবস্থায় আলেয়ার শারীরিক অবস্থার অবনতি হয় এবং রক্তে প্লাটিলেট কমে যায়।
পরে দায়িত্বরত চিকিৎসক ৭ আগস্ট বৃহস্পতিবার আলেয়াকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। তবে তাকে বরিশাল না নিয়ে বরগুনা হাসপাতালেই ভর্তি রাখা হয়। আলেয়ার শারীরিক অবস্থার অবনতি হয়ে শ্বাসকষ্ট বেড়ে গেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে বরগুনা জেনারেল হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে কর্তব্যরত নার্স হাওয়া বলেন, আলেয়া বেগমের হঠাৎ করেই শ্বাসকষ্ট শুরু হয়। আমরা দ্রুতই তাকে ইনজেকশনসহ প্রয়োজনীয় চিকিৎসা দেই। তবে কিছুক্ষণ পর তার কোনো সাড়া না পেয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বরগুনায় ডেঙ্গু মহামারি আকার ধারণ করলেও একমাস ধরে কমতে শুরু করেছে আক্রান্ত রোগীর সংখ্যা। বরগুনার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেলে হাসপাতালে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১৯ জন। বর্তমানে এই হাসপাতালে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ৭০ জন।
এ বছর এখন পর্যন্ত বরগুনার বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ২২২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে এ বছর চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে বরগুনা জেলার আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। তবে বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হওয়া রোগীদের মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়ে ৫ হাজার ১১৭ জন সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন।