বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আবাসিক হল ও লাইব্রেরি আগামী ৪ অক্টোবর থেকে খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ সোমবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৩৫তম একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। তবে ক্লাস কার্যক্রম শুরু হবে অক্টোবরের তৃতীয় সপ্তাহে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম বলেন, 'শিক্ষার্থীদের কথা বিবেচনা করে স্বাস্থবিধি মেনে ৪ অক্টোবর থেকে আবাসিক হল ও লাইব্রেরি খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রাথমিকভাবে যারা কমপক্ষে এক ডোজ টিকা গ্রহণ করেছেন তারা সংশ্লিষ্ট কাগজপত্র দেখিয়ে হলে উঠতে পারবেন।’
প্রসঙ্গত, গত বছরের (২০২০) মার্চ মাসের মাঝামাঝিতে করোনা সংক্রমণ দেখা দিলে বন্ধ করে দেয়া হয় বিশ্ববিদ্যালয়ের হল ও অন্যান্য কার্যক্রম। দীর্ঘ ১৮ মাসের বেশি সময় পরে পুনরায় হল খোলার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তপক্ষ।