বাংলা নববর্ষ উদযাপনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের তৈরি রাক্ষসী ফ্যাসিস্ট মুখাবয়ব এবং শান্তির পায়রার প্রতিকৃতিতে আগুনের ঘটনা ঘটেছে।
শনিবার (১২ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটে।
এই বিষয়ে চারুকলা বিভাগের ডিনের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পহেলা বৈশাখ এবং ১৪৩২ সালের বাংলা নববর্ষ উদযাপনের জন্য বর্ষবরণ ও ‘আনন্দ শোভাযাত্রা’র জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বর্ষবরণ বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থীদের প্রচেষ্টায় তৈরি রাক্ষসী ফ্যাসিস্টের প্রতীকী মুখাবয়বসহ বিভিন্ন প্রতীকী প্রতিকৃতি তৈরি করা হয়েছিল।
আরও পড়ুন: ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে আজ ঢাকায় 'মার্চ ফর গাজা'