পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম গণতান্ত্রিক প্রক্রিয়া সমুন্নত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় জাপানের ভাইস মিনিস্টারের সঙ্গে বৈঠক করেন প্রতিমন্ত্রী।
জাপানের পার্লামেন্টারি ভাইস মিনিস্টার ফর ফরেন অ্যাফেয়ার্স কোরুমা মাসাহিরো বাংলাদেশের অগ্রগতি ও সমৃদ্ধির প্রচেষ্টায় জাপানের চলমান প্রযুক্তিগত সহায়তা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন।
আরও পড়ুন: আঞ্চলিক সংযোগ বাড়িয়ে তৃতীয় টার্মিনালের মতো সুদৃঢ় প্রচেষ্টা অব্যাহত রাখবে জাপান: ভাইস মিনিস্টার
বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সফট ওপেনিং অনুষ্ঠানে যোগ দিতে ভাইস মিনিস্টার কোরুমা ঢাকায় ছিলেন।
তিনি বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়ন অর্জনে সন্তোষ প্রকাশ করেন।
বেসামরিক বিমান চলাচলসহ দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন তারা।
আরও পড়ুন: তৃতীয় টার্মিনাল বাংলাদেশের যাত্রী ও কার্গো হ্যান্ডলিং ক্ষমতাকে বদলে দেবে: ইইউ রাষ্ট্রদূত