করোনা মহামারির কারণে দুই বছর বিরতির পর রবিবার সন্ধ্যায় ২০২২ সালের বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন প্রোগ্রাম আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে।
ঢাকায় ভারতীয় হাইকমিশনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ ও ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী যৌথভাবে এই কার্যক্রম চালু করেন।
ভারতীয় হাইকমিশনের ওয়েবসাইটে গিয়ে অংশগ্রহণকারীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
অংশগ্রহণকারীদের বয়স ২১ থেকে ৩৫ বছর; তাদের অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং দ্বৈত নাগরিকত্ব থাকতে পারবে না।
হাইকমিশন জানায়, আবেদনকারীরা কোনো রাজনৈতিক দল বা সহযোগী সংগঠনের সক্রিয় সদস্য হতে পারবেন না।
আরও পড়ুন: নিষেধাজ্ঞা সত্ত্বেও দরিদ্র দেশগুলোতে গম রপ্তানি করবে ভারত
অংশগ্রহণকারীদের নিজেদের সম্পর্কে একটি পরিচিতিমূলক ভিডিও তৈরি করতে হবে। ভিডিওটি তাদের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করতে হবে এবং আবেদনপত্রের সঙ্গে সে লিঙ্কটি জমা দিতে হবে।
পরিচিতিমূলক ভিডিওটি ৯০ থেকে ১২০ সেকেন্ডের মধ্যে হতে হবে। ১২০ সেকেন্ডের চেয়ে দীর্ঘ কোনো ভিডিও গ্রহণ করা হবে না।