উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বুধবার (৩১ জানুয়ারি) উজবেকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী আসিলবেগ খুদাইরভের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রদূত ড. ইসলাম স্বাস্থ্য সেবা ও শিক্ষার ওপর আলোকপাত করে কোভিড-১৯ নিয়ন্ত্রণ, শিশু ও মাতৃ মৃত্যুহার কমানো, কমিউনিটি ক্লিনিক স্থাপনসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের গৃহীত উদ্যোগ, পদক্ষেপ ও অর্জন সমূহের বর্ণনা করেন।
ওষুধ শিল্পে বাংলাদেশের অগ্রযাত্রা, সাফল্য ও স্বীকৃতির উল্লেখ করে এ খাতে বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের অপার সম্ভাবনা রয়েছে বলে রাষ্ট্রদূত যোগ করেন।
বাংলাদেশের চিকিৎসক ও নার্সদের মেধা, দক্ষতা ও যোগ্যতার বর্ণনা দিয়ে রাষ্ট্রদূত বলেন, প্রয়োজনের আলোকে উজবেকিস্তানের স্বাস্থ্য সেবার অগ্রগতি ও সমৃদ্ধিতে তারা কার্যকরী অবদান রাখতে পারেন।
আরও পড়ুন: বাংলাদেশ থেকে দক্ষ জনবল নিতে আগ্রহী মঙ্গোলিয়া: বাণিজ্য প্রতিমন্ত্রী
তিনি স্বাস্থ্য শিক্ষা পরিসরে দু’দেশের মধ্যেকার শিক্ষা প্রতিষ্ঠানের যোগাযোগকে আরও নিবিড় ও অর্থবহ করার ওপর জোর গুরুত্বারোপ করেন।
উজবেকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যেকার ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ধর্মীয় বন্ধনের চিত্র তুলে ধরে স্বাস্থ্য খাতে সহযোগিতা সম্প্রসারণের তাগিদ দেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উজবেকিস্তান তার চাহিদার সিংহভাগই মেটায় আমদানিকৃত ওষুধ থেকে উল্লেখ করে তিনি বাংলাদেশ থেকে ওষুধ আমদানির ক্ষেত্রে ইতিবাচক মনোভাব পোষণ করেন।
বাংলাদেশের চিকিৎসকদের অভিজ্ঞতা ও দক্ষতা, বিশেষ করে হৃদরোগ ও স্নায়ুবিজ্ঞান বিষয়ে উজবেকিস্তানের জন্য উপকারী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
দু’দেশের স্বাস্থ্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বিশেষজ্ঞ ও গবেষক পর্যায়ে সফর বিনিময়ের উপর তিনি বিশেষভাবে জোর দেন।
আগামী দিনে বাংলাদেশ-উজবেকিস্তান সম্পর্কে, বিশেষ করে স্বাস্থ্য সেবা ও শিক্ষা ক্ষেত্রে নতুন মাত্রা ও গতি যোগ হবার প্রত্যাশা প্রকাশ করার মধ্য দিয়ে বৈঠকের সমাপ্তি হয়।
আরও পড়ুন: বিএনপির গয়েশ্বরের অভিযোগ নাকোচ করলেন রুশ রাষ্ট্রদূত