বাংলাদেশ বিমান বাহিনীর ৭০ নং ফ্লাইট সেফটি অফিসার কোর্সের সনদ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ফ্লাইট সেফটি ইনস্টিটিউটে (এফএসআই) সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিমান বাহিনীর ভারপ্রাপ্ত প্রধান এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্র্যাজুয়েট অফিসারদের মাঝে সনদপত্র ও ট্রফি প্রদান করেন।
বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং নাইজেরিয়ান বিমান বাহিনীর মোট ১৯ জন শিক্ষার্থী এই কোর্সে অংশগ্রহণ করেন।
আইএসপিআর এক বিবৃতিতে জানায়, অনুষ্ঠানে প্রধান অতিথি সকল গ্র্যাজুয়েট অফিসারের হাতে সনদপত্র তুলে দেন এবং সেরা অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ফ্লাইট লেফটেন্যান্ট মির্জা মো. জোবায়ের হোসেনকে 'চিফ অব এয়ার স্টাফ ট্রফি অ্যান্ড সার্টিফিকেট' প্রদান করেন।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন বিমান বাহিনী প্রধান
প্রধান অতিথি অংশগ্রহণকারী সকল কর্মকর্তাদের সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করার জন্য অভিনন্দন জানান এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ভারতের ডিমাপুর সফর করলেন বিমান বাহিনীর প্রতিনিধি দল