মানবতার কল্যাণে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যদের আরও সক্রিয় ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।
রবিবার (১৪ জুলাই) রেড ক্রিসেন্টের চেয়ারম্যান অধ্যাপক ড. উবায়দুল কবির চৌধুরীর নেতৃত্বে কমিটির নবনির্বাচিত সদস্যরা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এ আহ্বান জানান তিনি।
সাক্ষাৎকালে চেয়ারম্যান বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন।
সমাজের চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতিও তুলে ধরেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন সংকটে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
স্বাধীনতার পর থেকে আর্থ-সামাজিক উন্নয়নে রেড ক্রিসেন্টের ভূমিকার প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, যেকোনো দুর্যোগ মোকাবিলায় রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের আরও সক্রিয় হতে হবে।
১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত তৎকালীন পাবনা জেলা রেডক্রসের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের অভিজ্ঞতা স্মরণ করেন রাষ্ট্রপতি।
এছাড়াও রেড ক্রিসেন্ট সোসাইটির প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তর, মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় জোরদারের আহ্বান জানান তিনি।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরা ছিলেন।