বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রাজনীতি নিষিদ্ধসহ ৭ দফা দাবি নিয়ে উপাচার্য বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত প্রায় ৬০ জন শিক্ষার্থী উপাচার্য বাসভবনের সামনে উপস্থিত হন।
শিক্ষার্থীদের মধ্যে থেকে ২০ জনের প্রতিনিধি দল বাকৃবির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. খন্দকার মো. মোস্তাফিজুর রহমানের সঙ্গে আলোচনা সভায় দাবিগুলো জানান।
শিক্ষার্থীদের ৭ দফা দাবি হলো-
১. বিশ্ববিদ্যালয়ে সব রাজনীতি (ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী) নিষিদ্ধ করতে হবে।
২. ক্লাস শুরু হওয়ার ঘোষণা ৭ দিনের মধ্যে দিতে হবে।
৩. প্রশাসন সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে গঠন করতে হবে।
৪. সব হলে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৫. বহিরাগতদের হামলায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের দ্রুত ক্ষতিপূরণ দিতে হবে।
৬. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের যেকোনো ধরনের হয়রানি ও হুমকি বন্ধে প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
৭. অতীতে যারা সাধারণ শিক্ষার্থীদের নির্যাতনের সঙ্গে জড়িত ছিলেন তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত উপাচার্য ড. খন্দকার মো. মোস্তাফিজুর রহমান বলেন, শিক্ষার্থীদের প্রতিনিধি দল এসে তাদের দাবি জানিয়েছে। শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক মনে হয়েছে। সবার সঙ্গে আলোচনা করে বিশ্ববিদ্যালয়ে খুব শিগগিরই শিক্ষার্থীদের ফিরিয়ে আনা হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন- বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার।