বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো আব্দুল কাফি মারা গেছেন।
মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিষয়টি নিশ্চিত করেন একই বিভাগের অধ্যাপক ড. মো শফিকুল ইসলাম।
মৃত্যুর আগে তিনি পোল্ট্রিতে অ্যান্টিবায়োটিকের বিকল্প হিসেবে ন্যানো প্রযুক্তি ব্যবহার করে ব্যাপক সফলতা পেয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী বলেন, ‘ড. কাফি ছিলেন চমৎকার শিক্ষা জীবনের অধিকারী। তিনি জীবনের শেষ দিন পর্যন্ত এ দেশের মানসম্মত আধুনিক ভেটেরিনারি শিক্ষার জন্য নিরলসভাবে কাজ করে গেছেন।’
আরও পড়ুন: জবি উপাচার্য অধ্যাপক ইমদাদুল হক আর নেই
প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. মো সহিদুজ্জামান বলেন, ‘অধ্যাপক কাফি দেশের তরুণ ও উদীয়মান একজন কৃষি বিজ্ঞানী। কৃষির বিভিন্ন ক্ষেত্রে তিনি ন্যানো প্রযুক্তি ব্যবহারের গবেষণা শুরু করেন। অধ্যাপক কাফির মৃত্যু বিশ্ববিদ্যালয়ের জন্য অপূরণীয় একটি ক্ষতি।’
তিনি আরও বলেন, তিনি বেঁচে থাকলে পোল্ট্রি ও গবাদিপশুর ওপর ন্যানো প্রযুক্তির ধারাবাহিক গবেষণা দেশ ও জাতির জন্য অভাবনীয় কল্যাণ বয়ে আনতো।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ৫ জানুয়ারি দুপুরে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে অধ্যাপক কাফিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বায়তুল আমান মসজিদে প্রথম জানাজা শেষে তাকে নিজ বাড়ি বগুড়াতে নেওয়া হয়েছে। সেখানে দ্বিতীয় জানাজার পর তাকে দাফন করা হয়।
বাকৃবির অধ্যাপকের এই আকস্মিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
আরও পড়ুন: অধ্যাপক ডা. স্বপ্নীলের মায়ের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক
জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) মালিকের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক