বাগেরহাটে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে জেলা শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার সাইফুল ইসলাম টিটো (২৬) বাগেরহাট সদর উপজেলার বড় বাঁশবাড়িয়া গ্রামের শামছুল হাওলাদারের ছেলে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম জানান, অভিযান চালিয়ে সংঘবদ্ধ ওই ধর্ষণ মামলার প্রধান আসামি সাইফুল ইসলাম টিটোকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার পুলিশ তাকে বাগেরহাটের মুখ্য বিচারিক হাকিম আদালতে পাঠালে বিচারক তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তিনি আরও জানান, অন্যান্য আসামিদের ধরতে পুলিশের একাধিক টিম বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে।
বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমদ্দার জানান, হাসপাতালের নারী সদস্যদের মেডিকেল বোর্ড ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করেছেন।
প্রসঙ্গত, বাগেরহাট সদর উপজেলার বড় বাঁশবাড়িয়া গ্রামের বাসিন্দা ভুক্তভোগী ওই নারী রবিবার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হন। এসময় আগে থেকে ওৎপেতে থাকা পাঁচজনের একটি দল তাকে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করে। এ ঘটনায় ওই নারী বাদি হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে সোমবার সন্ধ্যায় বাগেরহাট মডেল থানায় একটি মামলা করেন।
জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এই নির্যাতন চালানো হয় বলে ওই নারীর অভিযোগ।
আরও পড়ুন: জমি নিয়ে বিরোধে বাগেরহাটে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
বাগেরহাটে ধর্ষণ ও ২ শিশু হত্যা মামলায় একজনের আমৃত্যু কারাদণ্ড