বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে মাছ শিকারের দায়ে বাগেরহাট জেলা কারাগারে বন্দি ৬৪ জন ভারতীয় জেলেকে মুক্তি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) ওই মৎস্যজীবীদের কোস্টগার্ড ও পুলিশ আধিকারিকদের কাছে হস্তান্তর করা হয়।
বাগেরহাট জেলা কারাগারের সুপার শংকর কুমার মজুমদার জানান, বাংলাদেশের অবৈধভাবে মাছ ধরার দায়ে ২০২৪ সালের ১৭ অক্টোবর ৪৮ জন এবং বাকিদের একই বছরের ২০ নভেম্বর গ্রেপ্তার করা হয়।
তাদের মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে সামুদ্রিক মৎস্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
গত বছরের ৩০ ডিসেম্বর বাগেরহাটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কামরুল আজাদ ৬৪ জেলেকে মামলা থেকে অব্যাহতি দিলে ৩১ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের মুক্তির আদেশ দেন। সেই নির্দেশের পর আজ জেলা কারাগার থেকে মুক্তি পান জেলেরা।
মোংলা জোনের কোস্টগার্ডের এক কর্মকর্তা জানান, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এসব জেলেকে মোংলার কোস্টগার্ড ঘাঁটিতে স্থানান্তর করা হয়েছে। চুক্তি অনুযায়ী আগামীকাল তাদের ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।