২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বাস্তবায়নে সুশাসন একটি বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।
শনিবার মতিঝিলে এফবিসিসিআই ভবনে বাজেট-উত্তর প্রতিক্রিয়া বিষয়ক সংবাদ সম্মেলনে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন এ মন্তব্য করেন।
তিনি বলেন, করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে মুদ্রাস্ফীতির মুখে জনগণের চাহিদা ও আকাঙ্ক্ষা পূরণে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে বাজেটের আকার খুবই সময়োপযোগী।
আরও পড়ুন: প্রস্তাবিত বাজেটের কয়েকটি কর প্রস্তাব পুনর্বিবেচনা করা দরকার: ড. আতিউর
তিনি প্রস্তাবিত বাজেট বাস্তবায়নে দক্ষতা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও তত্ত্বাবধানের গুণমান ক্রমাগত উন্নয়নের জন্য সুস্পষ্ট দিকনির্দেশনা ও পরিকল্পনা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন।
কর্মসংস্থান বৃদ্ধি, অভ্যন্তরীণ বিনিয়োগ বৃদ্ধি, খাদ্য উৎপাদন বৃদ্ধি, সার ভর্তুকি অব্যাহত রাখা, স্বাস্থ্য, শিক্ষা, মানবসম্পদ উন্নয়নের ওপর জোর দেয়া, রপ্তানি বহুমুখীকরণ, কর্মসংস্থান সৃষ্টি, গ্রামীণ উন্নয়ন, প্রধানমন্ত্রীর প্রণোদনা প্যাকেজের সম্পূর্ন বাস্তবায়ন ও সামাজিক নিরাপত্তা উদ্যোগ সম্প্রসারণের বিষয়গুলো বাজেটে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করেন তিনি।
কর ও ভ্যাট সংক্রান্ত এফবিসিসিআইয়ের সুপারিশ বাস্তবায়ন না করায় অসন্তোষ প্রকাশ করেন এফবিসিসিআই সভাপতি।
এফবিসিসিআই সভাপতি বলেন, ব্যবসায়িক এই সংগঠন অর্থপাচার সমর্থন করে না। এটা দেশে সৎ ব্যবসায়ীদের নিরুৎসাহিত করবে।
আরও পড়ুন: বাজেটে নিম্ন-মধ্যম আয়ের জনগণের জন্য কোনো সুখবর নেই: সিপিডি