বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, মানবসম্পদ উন্নয়ন, প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
বৈঠকে তারা সাংস্কৃতিক বিষয়,দু’দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ, দ্বিপক্ষীয় ও আঞ্চলিক ইস্যুতে সহযোগিতা এবং মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর নিজ দেশে টেকসই প্রত্যাবাসন নিয়েও আলোচনা করেন।
আরও পড়ুন: চীনের স্বপ্ন ও সোনার বাংলা পরস্পর সম্পর্কযুক্ত: লিউ জিয়ানচাও
মঙ্গলবার (২৫ জুন) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত পঞ্চম ফরেন অফিস কনসালটেশনে (এফওসি) বাংলাদেশ ও জাপানের এসব বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং জাপানের পক্ষে নেতৃত্ব দেন সিনিয়র ডেপুটি মিনিস্টার অব ফরেন অ্যাফেয়ার্স ওনো কেইচি।
এই এফওসি দ্বিপক্ষীয় সম্পর্ককে ‘কৌশলগত অংশীদারিত্বে’র পর্যায়ে উন্নীত করার পর থেকে দ্বিপক্ষীয় সম্পর্কের একটি ফলো-আপ। ২০২৩ সালের এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বশেষ জাপান সফরের সময় এটি ঘোষিত হয়েছিল।
আরও পড়ুন: পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাপানের জ্যেষ্ঠ উপপররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ