বান্দরবান সীমান্তের পাহাড়ি দুর্গম এলাকায় বিদ্রোহীদের আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, ড্রোন ও অত্যাধুনিক প্রযুক্তির সরঞ্জামাদি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এসময় আস্তানাটি গুড়িয়ে দেয় বিজিবি।
একটি গোয়েন্দা প্রতিবেদনে জানা যায়, বান্দরবানের রুমা উপজেলার সীমান্তবর্তী দুর্গম দোপানিছড়া এলাকার জঙ্গলের গভীরে একদল পাহাড়ি সন্ত্রাসী আস্তানা গড়ে তুলে তাদের কার্যক্রম চালাচ্ছে।
আরও পড়ুন: শাহ আমানতে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাসহ যাত্রী আটক
সেই তথ্যের ভিত্তিতে লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হকের নেতৃত্বে বিজিবির রুমা ব্যাটালিয়ন (৯টি বিজিবি) সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান চালায়। সীমান্ত থেকে প্রায় সাড়ে ৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এ অভিযান চালানো হয়।
অভিযানে বিজিবি বিদ্রোহীদের আস্তানায় অত্যাধুনিক প্রযুক্তির বিভিন্ন সরঞ্জাম ও অস্ত্র পাওয়া যায়।
এসব সামগ্রীর মধ্যে রয়েছে ২টি স্বয়ংক্রিয় কারবাইন অ্যাসল্ট রাইফেল ১টি আধা-স্বয়ংক্রিয় অ্যাসল্ট রাইফেল, ৩টি সাবমেশিনগান, ২১ রাউন্ড তাজা গোলাবারুদ, ১টি উন্নত ড্রোন, ১টি অ্যাডভান্সড সিগন্যাল জ্যামার, ১টি অডিও বা ভিডিও রেকর্ডার, ১টি ভিডিও ক্যামেরা, গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য ১টি প্রযুক্তিভিত্তিক বোতাম ক্যামেরা, ১টি গোপন ভিডিও রেকর্ডার ডিভাইস, ১টি দুরবিন, ২টি ওয়াকিটকি, ১টি ল্যাপটপ,২টি শক্তিশালী লাইট, ১টি সোলার সিস্টেম, ১টি স্যাটেলাইট টিভি রিসিভার, ১টি ছাতা, ২টি অ্যান্ড্রয়েড ফোন, ২টি বাটন ফোন, বিভিন্ন ধারালো দেশীয় অস্ত্র, বাংলাদেশি মদ, ১টি হেলমেট ও রান্নার সামগ্রী।
এছাড়া, পর্যবেক্ষণ পোস্ট, পরিখা, ১টি অস্থায়ী অস্ত্রাগার, বিশ্রামাগার এবং ১টি রান্নাঘর পাওয়া গেছে, যেগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে।