বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস রবিবার (২২ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকে শান্তিপূর্ণ বিক্ষোভ ও রাজনৈতিক প্রক্রিয়ায় হস্তক্ষেপমুক্ত অংশগ্রহণের উপর গুরুত্বারোপ করেছেন।
ঢাকায় মার্কিন দূতাবাসের এক মুখপাত্র জানান, ২৮ অক্টোবর বিরোধী দল বিএনপির মহাসমাবেশের দিন ঢাকায় সড়ক বন্ধের বিষয়টি নিয়ে আলোচনা হয়নি।
এই দাবি রাষ্ট্রদূতের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর আলোচনার স্মৃতির সঙ্গে সাংঘর্ষিক। সচিবালয়ে নিজ কার্যালয়ে হাসের সঙ্গে বৈঠক শেষে আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, ২৮ অক্টোবর বিএনপির সমাবেশকে সামনে রেখে সরকার ঢাকার সব প্রবেশপথ অবরোধ করবে কিনা তা জানতে চান মার্কিন রাষ্ট্রদূত।
তিনি বলেন, ‘বৈঠকে রাষ্ট্রদূত জানতে চান, বিএনপি তাদের মহাসমাবেশের দিন অনেক লোককে ঢাকায় নিয়ে আসতে পারে। আমরা ঢাকার সব প্রবেশপথ বন্ধ করে দেব নাকি অন্য কোনো পদক্ষেপ নেব।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের এ ধরনের কোনো কর্মসূচি নেই।
আরও পড়ুন: ভিসা নীতি নিয়ে এডিটরস কাউন্সিলের উদ্বেগ, ব্যাখ্যা দিলেন রাষ্ট্রদূত হাস
তিনি বলেন, ‘আমরা বলেছি, এ ধরনের কোনো পরিকল্পনা আমাদের নেই। আমরা বিশ্বাস করি, তারা যে রাজনৈতিক কর্মসূচি দিয়েছে তা শান্তিপূর্ণভাবে পালন করবে। তারা যদি শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করে, তাহলে এ বিষয়ে আমাদের কিছু বলার নেই।’
তিনি বলেন, 'আমি রাষ্ট্রদূতকে বলেছি, কেন আমরা প্রবেশপথ বন্ধ করব? সবাইকে ঢাকায় আসতে হবে, একজন রোগীকে ঢাকায় আসতে হবে, কেউ বিদেশে যেতে চাইলে তাকে ঢাকায় আসতে হবে- সবকিছুই ঢাকা কেন্দ্রিক।’
বিএনপির কাছ থেকে প্রত্যাশার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'আমরা শুধু এটুকুই বলতে যাচ্ছি যে, তারা কোনো সহিংসতায় লিপ্ত হবে না এবং তারা আন্দোলনের এলাকা মুক্ত রাখবে। এটা আমাদের অনুরোধ, আমরা ইতোমধ্যে তাদের জানিয়ে দিয়েছি।’
তিনি বলেন, 'আমি আপনাদের (সাংবাদিকদের) এই প্রশ্নটি করতে চাই। আমার বক্তব্য হলো, তিনি এসেছেন, তিনি একটি দেশের রাষ্ট্রদূত, তিনি প্রশ্ন করেছেন, আমরা উত্তর দিয়েছি।’
তিনি আরও বলেন, ‘সে এটা করতে পারে কি না, সেটা দেখার বিষয় নয়। এজন্য আমাদের পররাষ্ট্রমন্ত্রী আছে, পররাষ্ট্র মন্ত্রণালয় আছে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন রাষ্ট্রদূত শুধু বিএনপির ২৮ অক্টোবরের কর্মসূচিই নয়, রোহিঙ্গা সংকটসহ অন্যান্য বিষয় নিয়েও আলোচনা করতে এসেছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সচিবালয় ছাড়ার আগে মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, 'স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার বৈঠক হয়েছে। আমরা আশা করি দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপিত হবে। আমরা আশা করি, দুর্গাপূজার পর ২৮ অক্টোবরের রাজনৈতিক কর্মসূচি শান্তিপূর্ণ ও সহিংসতামুক্ত হবে।’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী ২৮ অক্টোবর ঢাকায় দলীয় সমর্থক ও সাধারণ মানুষকে নিয়ে মহাসমাবেশ করার পরিকল্পনা রয়েছে। সমাবেশ অনির্দিষ্টকালের জন্য চলবে না।
আরও পড়ুন: জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণ নেতাদের আবেগ ও উদ্ভাবন অমূল্য সম্পদ: রাষ্ট্রদূত হাস