ঢাকা, ১৩ আগস্ট (ইউএনবি)- পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অর্থনীতিবিদ ও জননীতি বিশেষজ্ঞ ড. এম মাসরুর রিয়াজ।
মঙ্গলবার (১৩ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি) এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে। তাকে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: লন্ডন স্টক এক্সচেঞ্জে প্রথমবারের মতো তালিকাভুক্ত হচ্ছে বাংলাদেশি বন্ড
যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে উন্নয়ন অর্থনীতিতে পিএইচডি করেছেন থিংক ট্যাংক পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিয়াজ। পরে যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছেন তিনি।
তিনি বিশ্বব্যাংকের ফাইন্যান্স, কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন (এফসিআই) গ্লোবাল প্র্যাকটিসে সিনিয়র ইকোনমিস্ট হিসেবে কাজ করেছেন। তিনি ২০১০ থেকে ২০২০ সাল পর্যন্ত বিশ্বব্যাংকে দায়িত্ব পালন করেন।
গত ১১ আগস্ট বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলাম পদত্যাগ করেন।
এর আগে চলতি বছরের ২৮ এপ্রিল দ্বিতীয় মেয়াদে চার বছরের জন্য বিএসইসির চেয়ারম্যান হিসেবে পুনঃনিয়োগ পেয়েছিলেন শিবলী।
আরও পড়ুন: আইপিওর যাচাই-বাছাইয়ে স্টক এক্সচেঞ্জের আরও ভূমিকা থাকা উচিত: এটিএম তারিকুজ্জামান