জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে চারটি আধুনিক মিউজুবাস সংগ্রহের জন্য সরবরাহকারী প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান এন.ডি.ই. সল্যুশনের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরীর উপস্থিতিতে জাদুঘরের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন সরকারের উপসচিব ও প্রকল্প পরিচালক এ এসএস শফিউল আলম তালুকদার এবং সরবরাহকারী প্রতিষ্ঠান এন.ডি.ই. সল্যুশনের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ এস এ হোসেইন।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন এ চারটি মিউজুবাস ২০২০ সালের মধ্যে চালু করা হবে বলে আশা করা যাচ্ছে। এছাড়া জাতীয় জাদুঘরের একটি প্রকল্পের আওতায় ২০১৮-১৯ অর্থবছরে তিনটি চতুর্মাত্রিক মুভিবাস ও দুটি অবজারভেটরি ভ্যান সংগ্রহ করা হয়েছে।