বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ (বিশেষ বিধান) আইন, ২০১০ এর অধীনে সম্পাদিত চুক্তিগুলো তদন্তে সহায়তা করতে তাদের অভিযোগ এবং প্রাসঙ্গিক নথি জমা দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে দ্য নেশন রিভিউ কমিটি (এনআরসি)।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
গত ৫ সেপ্টেম্বর হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে প্রধান করে পাঁচ সদস্যের জাতীয় পর্যালোচনা কমিটি গঠন করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ।
কমিটির অন্য সদস্যরা হলেন- বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আবদুল হাসিব চৌধুরী; কেপিএমজি বাংলাদেশের সাবেক সিওও এবং ফেলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (এফসিএ) আলী আশফাক; বিশ্বব্যাংকের সাবেক লিড ইকোনমিস্ট জাহিদ হোসেন এবং ইউনিভার্সিটি অব লন্ডনের আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদ এবং অর্থনীতির অধ্যাপক মোশতাক হোসেন খান।
আরও পড়ুন: করপোরেটদের বাজার অস্থিতিশীল করা গ্রহণযোগ্য নয়: ডিএনআরসিপি প্রধান
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির কার্যপরিধি সাপেক্ষে কমিশন যেকোনো উৎস থেকে তথ্য সংগ্রহ এবং প্রয়োজনীয় কাগজপত্র নিরীক্ষা করতে পারবে; সংশ্লিষ্ট যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে শুনানিতে ডাকতে পারবে।
এই আইনের অধীনে এরই মধ্যে স্বাক্ষরিত চুক্তিতে সরকারের স্বার্থ সুরক্ষিত হয়েছে কি না- তা কমিটি খতিয়ে দেখবে।
মন্ত্রণালয় নিরীক্ষার ভিত্তিতে কমিটিকে দাপ্তরিক ও আনুষঙ্গিক সহায়তা প্রদান করবে এবং পরবর্তী পদক্ষেপের জন্য সুপারিশ করবে।
গণবিজ্ঞপ্তিতে এনআরসি জানায়, বিদ্যুৎ ও জ্বালানি কোম্পানির দুর্নীতি সম্পর্কিত কোনো তথ্য ও প্রমাণসহ যেকোনো ব্যক্তি ৪ অক্টোবর থেকে ৩১ অক্টোবরের মধ্যে জাতীয় পর্যালোচনা কমিটির কাছে কমিটির [email protected] ই-মেইলের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রয়োজনে এই কমিটি অভিযোগকারীর সঙ্গে যোগাযোগ করে অভিযুক্ত ব্যক্তি বা তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেবে।
এতে আরও বলা হয়, পর্যালোচনা কমিটি বিশেষ আইন ২০১০-এর অধীনে চুক্তিগুলো সম্পর্কে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংস্থার সঙ্গে আলাদাভাবে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও সহায়তা গ্রহণের উদ্যোগ নেবে।
আরও পড়ুন: ইউএনআরসি'র সঙ্গে বৈঠকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী