কারিগরি ত্রুটির কারণে দুবাই থেকে ছেড়ে আসবে এমন একটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ১০ ঘণ্টা বিলম্বিত হয়েছে।
স্থানীয় সময় শনিবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে বিমানের ফ্লাইট বিজি-৩৪৮ দুবাই বিমানবন্দর থেকে ঢাকায় ফেরার কথা ছিল।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বলেন, যাত্রীরা ওঠার পর যান্ত্রিক সমস্যা দেখা দেয়।
আরও পড়ুন: ঢাকা বিমানবন্দরের নিরাপত্তা ফাঁকি দিয়ে বিমানে শিশু: ১০ কর্মকর্তা বরখাস্ত
তিনি বলেন, ‘দুবাইয়ের প্রকৌশলীরা প্রযুক্তিগত সমস্যা সমাধানের জন্য কাজ করছেন। প্রয়োজনীয় যন্ত্রাংশ ইতোমধ্যে বাংলাদেশ থেকে পাঠানো হয়েছে।’
তাহেরা খন্দকার বলেন, বিমানের ফ্লাইট বিজি-৩৪৮ এ করে ঢাকায় ফেরার কথা থাকা ২৬৮ জন যাত্রী বর্তমানে দুবাই বিমানবন্দরের লাউঞ্জে অপেক্ষা করছেন।
বিমানের এই কর্মকর্তা বলেন, ‘তাদের সকালের নাস্তা ও মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়েছে। দুর্ভাগ্যবশত, আমরা তাদের জন্য হোটেলে থাকার ব্যবস্থা করতে পারিনি। মেরামতের পর হালনাগাদ সময়সূচী অনুযায়ী তাদের ঢাকায় ফিরিয়ে আনা হবে।’
আরও পড়ুন: নারিতার পর বিশ্বের আরও কয়েকটি রুটে ফ্লাইট চালুর উদ্যোগ বিমানের