বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হকের তত্ত্বাবধানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ম্যাজিস্ট্রেট মো. জিয়া উদ্দিন আহমেদের নেতৃত্বে পরিচালিত অভিযানের মাধ্যমে ১৩ কাঠা ৮ ছটাক জমি উদ্ধার করা হয়।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধানমণ্ডির সাতমসজিদ রোডে অবস্থিত নবসৃষ্ট ৬, ৮ ও ১০ প্লটের এ জমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে দাপ্তরিক কাজে ব্যবহারের লক্ষ্যে ১৯৮৭ সালের ১২ জুলাই ৯৯ বছরের জন্য লিজ প্রদান করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
পরবর্তীতে ১৯৮৯ সালের ২৬ জুন লিজ দলিল সম্পাদন হলেও বিভিন্ন সময়ে কতিপয় ভূমিদস্যু জায়গাটি বেআইনিভাবে দখল করে রাখে।
বিষয়টি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হকের নজরে আসলে তিনি বেদখলকৃত জায়গাটি পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু করেন। সকল দাপ্তরিক ও আইনি প্রক্রিয়া শেষে অভিযান পরিচালনার মাধ্যমে বেদখলকৃত জায়গা উদ্ধার করা হয়।