শান্তিরক্ষীরা বিশ্বজুড়ে শান্তি ও নিরাপত্তার অগ্রগতি যাতে অব্যাহত রাখতে পারে তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।
জাতিসংঘের আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উপলক্ষে এক বার্তায় তিনি এ মন্তব্য করেন।
ব্লিঙ্কেন বলেন, ‘কঠিন পরিস্থিতিতেও অংশীদারদের সক্ষমতা বিকাশে আমরা সহযোগিতা অব্যহত রাখব। সেইসঙ্গে তাদের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব ধরে রাখতে আমরা বিনিয়োগ অব্যাহত রাখব।’
যুক্তরাষ্ট্রের শান্তিরক্ষায় গ্লোবাল পিস অপারেশনস ইনিশিয়েটিভের মাধ্যমে যুক্তরাষ্ট্র এর অংশীদারদের প্রশিক্ষণ ও সরঞ্জামের জন্য ১৮০ কোটি ডলারের সহায়তা দিয়েছে বলে জানান তিনি।
জাতিসংঘের শান্তিরক্ষায় যুক্তরাষ্ট্র তার দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করছে জানিয়ে তিনি বলেন, ‘১২০টির বেশি দেশের ২০ লাখের বেশি নারী-পুরুষকে আমরা অভিনন্দন জানাই, যারা ১৯৪৮ সাল থেকে সারা বিশ্বে ৭১টি শান্তিরক্ষা কার্যক্রমে সেবা দিয়েছেন।’
এছাড়া শান্তি প্রতিষ্ঠায় সেবা দিতে গিয়ে প্রাণ হারানো ৪ হাজার ২০০ শান্তিরক্ষীর স্মৃতির প্রতিও এসময় সম্মান জানান তিনি।
তিনি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম সংঘাত কমিয়ে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার একটি শক্তিশালী হাতিয়ার কাজ করছে।
যুক্তরাষ্ট্র জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সবচেয়ে বেশি অর্থের সরবরাহকারী দেশ জানিয়ে তিনি বলেন, শান্তিরক্ষীরা যাতে নিরাপত্তা নির্বিঘ্নে সেবা দিতে পারে, সে ব্যাপারে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র ‘দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ’।
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ বড় অবদানকারী দেশগুলোর অন্যতম। বিশ্বব্যাপী জাতিসংঘের ৪৩টি মিশনে বাংলাদেশের ৬ হাজারের বেশি শান্তিরক্ষী বর্তমানে নিয়োজিত রয়েছে।
এই কার্যক্রমে কয়েক বছর ধরে ‘অটল ও অসাধারণ’ অবদানের জন্য বাংলাদেশের প্রশংসা করেন তিনি।