করোনার কারণে দুই বছর বিরতির পর শুক্রবার সকালে টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হয়েছে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম জামাত তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।
বার্ষিক বিশ্ব ইজতেমা (বিশ্ব জামাত) এর ৫৬তম পর্বে ফজরের নামাজের পর পাকিস্তানি ইসলামী পণ্ডিত মাওলানা জিয়াউল হকের আম বয়ান (সাধারণ খুতবা)দিয়ে শুরু হয়।
ভারত, পাকিস্তান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, সিরিয়া, চাদ, তাজিকিস্তান তুরস্ক, আফগানিস্তান, ফিলিস্তিন, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ দেশ-বিদেশের হাজার হাজার ভক্ত পণ্ডিতদের কোরআনের আয়াত তেলাওয়াত ও ব্যাখ্যা শোনার মাধ্যমে ইসলামী মূল্যবোধের প্রতি তাদের অঙ্গীকার পুনর্বক্ত করতে তুরাগের তীরে ভিড় করেন।