বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও ক্রীড়া সংগঠক আলমগীর খান আলো মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের জটিল রোগে ভুগছিলেন।
আলো বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকও ছিলেন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সাবেক কাউন্সিলর আলো দেশের ক্রীড়ার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
আরও পড়ুন: আইপিএল থেকে মুস্তাফিজের শেখার কিছু নেই: বিসিবি’র জালাল ইউনুস
এদিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের পরিচালকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিসিবি।
২০১৭ সালে প্রথমবারের মতো বিসিবির পরিচালক নির্বাচিত হয়ে বরিশাল বিভাগের হয়ে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হন আলো।
আলমগীর খান আলোর পরিবারের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানিয়েছে বিসিবি।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনও।
আরও পড়ুন: জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ এগিয়ে থাকলেও জাতীয় দলের ব্যাটিং নিয়ে অসন্তুষ্ট বিসিবি সভাপতি