স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, বিস্ফোরণের পর গুলিস্তানের ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে, কারণ এর নিচতলাটি বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি বলেন, ‘পাঁচতলা ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এবং এর ওপর চাপ সৃষ্টি হলে পুরো ভবনটি ধসে পড়তে পারে। তাই স্থিতিশীল পরিস্থিতি তৈরি করে বেসমেন্টে উদ্ধার অভিযান শুরু করা উচিত।’
বুধবার ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আসাদুজ্জামান খাঁন বলেন, বিল্ডিং কোড মেনে নির্মাণ করা হলে বিস্ফোরণের পর ভবনের ক্ষয়ক্ষতি এতটা হতো না।
আরও পড়ুন: গুলিস্তানে বিস্ফোরণের কারণ নমুনা পরীক্ষা করে জানা যাবে: র্যাবের পরিচালক
বিস্ফোরণের কারণ জানতে চাইলে মন্ত্রী বলেন, তদন্তের পর ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।
তিনি সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার যথাযথ অনুমোদন ছাড়া ভবন নির্মাণ থেকে বিরত থাকার আহ্বান জানান।
এর আগে, মঙ্গলবার রাজধানীর গুলিস্তান এলাকায় বিআরটিসি বাস কাউন্টারের কাছে একটি পাঁচতলা ভবনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত ও শতাধিক আহত হন।
আহতদের মধ্যে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন ১১ জন।
আরও পড়ুন: গুলিস্তান বিস্ফোরণ: দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান চলছে