বৃহত্তর তৃণমূল সাংস্কৃতিক কর্মকাণ্ড জঙ্গিবাদ প্রতিরোধ করতে পারে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।
তিনি বলেছেন, সরকার দেশের তৃণমূল পর্যায়ে সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসারে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। সাংস্কৃতিক অনুশীলন যুব সমাজের নৈতিক অবক্ষয় রোধ এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধের অন্যতম হাতিয়ার হতে পারে। সুতরাং, সরকার তৃণমূলে সাংস্কৃতিক চর্চার প্রচারের উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন অব্যাহত রেখেছে।
আরও পড়ুন: শেরপুরে সম্প্রীতি, সহিষ্ণুতা, যুবজাগরণে সাংস্কৃতিক অনুষ্ঠান
শুক্রবার রাজধানীর মোহাম্মদপুরে সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে দুই দিনব্যাপী আন্তঃবিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, একসময় গ্রামীণ এলাকায় এখনকার চেয়ে বড় সাংস্কৃতিক কর্মকাণ্ড দেখা যেত।
সাংস্কৃতিক প্রতিযোগিতা ও উৎসব আয়োজনের জন্য খালিদ সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুলকে ধন্যবাদ জানান।
নাঈমুর রহমান দুর্জয় এমপি ও বিশিষ্ট শিল্পী সুজিত মুস্তাফার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয়ের অধ্যক্ষ ব্রি. চন্দন বি গোমস, পিআইডি হ্যান্ডআউট বলেছেন।
আরও পড়ুন: জাবিতে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার