চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে অস্থিরতার মধ্যেই বৃহস্পতিবারের (১৮ জুলাই) এইএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করেছে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি।
মঙ্গলবার (১৬ জুলাই) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান ও আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত আগামী ১৮ জুলাই (বৃহস্পতিবার) অনুষ্ঠেয় সব শিক্ষাবোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিত হওয়া পরীক্ষার পরবর্তিত সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। ২১ জুলাই থেকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে।
আরও পড়ুন: কোটা আন্দোলন: ঢাকা কলেজের পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
সরকারি চাকরিতে প্রবশে কোটা আইন সংস্কারের দাবিতে মঙ্গলবার সকাল থেকেই শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা বিক্ষোভ শুরু করে। আন্দোলনে স্কুল-কলেজের শিক্ষার্থীদেরও অংশ নিতে দেখা যায়।
বিক্ষোভে দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষ হয়। এতে চট্টগ্রামে তিনজন, ঢাকায় দুইজন ও রংপুরে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া দেশজুড়ে বহু শিক্ষার্থী আহত হয়েছে।