বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব জব্দের নির্দেশ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বিএসইসির কর্মকর্তারা জানান, নিয়ন্ত্রক সংস্থা তাদের(বেনজীর ও তার পরিবারের সদস্য) শেয়ারবাজারে শেয়ার লেনদেন ও অর্থ উত্তোলন বন্ধ করতে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডকে (সিডিবিএল) বলেছে।
সিডিবিএল সাধারণত বিও হিসাবের শেয়ার ও অন্যান্য সিকিউরিটিজ হস্তান্তর ও নিষ্পত্তির বিষয়টির দেখভাল করে থাকে।
আরও পড়ুন: বেনজীর ও তার পরিবারের সম্পত্তি জব্দের নির্দেশ
গত সপ্তাহে ঢাকার একটি আদালত দুর্নীতির অভিযোগে সাবেক আইজিপির সম্পদ জব্দের আদেশ দেওয়ার পর বিএসইসির কাছে বিও অ্যাকাউন্ট জব্দের অনুরোধ জানায় দুদক।
বেনজীর আহমেদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে দেশে-বিদেশে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এসব সম্পদ বেনজির, তার স্ত্রী ও তিন সন্তানের নামে নিবন্ধিত রয়েছে।
সূত্র জানায়, সাবেক আইজিপি ও তার স্ত্রী এবং সন্তানদের নামে থাকা বিও হিসাবগুলো তদন্তের অনুরোধ জানিয়েছে দুদক।
আরও পড়ুন: সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ আদালতের