ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সলিমুল্লাহ মুসলিম হল শাখার আপ্যায়ন সম্পাদক ইমন খান জীবনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার (২৪ নভেম্বর) রাত ১০টার দিকে নারায়ণগঞ্জ থেকে ইমন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয় বলে জানান উপপুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।
আরও পড়ুন: মামলা নিতে না চাইলে ওসিদের এক মিনিটে বরখাস্ত করা হবে: ডিএমপি কমিশনার
২০২৪ সালের ১৫ জুলাই বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মিছিল শুরু করে। চালানো হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের রাজু ভাস্কর্য থেকে শুরু হয়। কিন্তু বর্তমানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ও আওয়ামী লীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর সহিংস হামলা চালায়। অস্ত্রশস্ত্রে সজ্জিত হামলাকারীদের আঘাতে প্রায় ৩০০ শিক্ষার্থী গুরুতর আহত হয়।
এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহিন বাদী হয়ে ২০২৪ সালের ২১ অক্টোবর ইমনসহ কয়েকজনকে আসামি করে শাহবাগ থানায় মামলা করেন।
পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ, গোয়েন্দা প্রতিবেদন ও উন্নত প্রযুক্তির সহায়তায় ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর তাকে আদালতে হাজির করা হয়।
আরও পড়ুন: ডেমরার মাহবুবুর রহমান মোল্লা কলেজে ভাঙচুর, লুটপাটের অভিযোগ