রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধের প্রতিবাদে মিরপুরের কালশী মোড়ে একটি পুলিশ বক্সে আগুন দিয়েছে চালকরা।
রবিবার বিকাল সোয়া ৪টার দিকে চালকরা পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয় বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার শাহজাহান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট বিকাল ৪টা ৩২ মিনিটে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মোখলেছুর রহমান জানান, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
রবিবার সকাল থেকেই রাজধানীর মিরপুর, পল্লবীসহ কয়েকটি এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে ব্যাটারিচালিত থ্রি-হুইলারের চালকরা।
দুপুর আড়াইটার পর মিরপুর এলাকায় চলাচলকারী কয়েকটি বাস ভাঙচুর করে তারা। এ সময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী সাব্বির আহমেদ জানান, বিক্ষোভের কারণে চার ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। যে কারণে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
এর আগে গত বুধবার রাজধানীতে ব্যাটারিচালিত থ্রি হুইলার চলাচল বন্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।